টি-টোয়েন্টিতে ফিরলেন শামীম

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি শামীম হোসেন পাটোয়ারির। এ সিদ্ধান্ত নিয়ে নির্বাচকদের সঙ্গে সরাসরি মতবিরোধ প্রকাশ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। অবশেষে সেই বিতর্কের পরই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামীমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি; শুধু নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন শামীম।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

বাংলাদেশের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন শামীম হোসেন। তবে সাম্প্রতিক পাঁচ ইনিংসে রান এসেছে মাত্র ৩৫, যার মধ্যে দুইবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। অফফর্মের কারণেই প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হারান। কিন্তু কোনো ম্যাচ না খেলেই আবার ফিরলেন জাতীয় দলে, যা নতুন করে আলোচনা তৈরি করেছে।

বাংলাদেশ স্কোয়াড (তৃতীয় টি-টোয়েন্টি):

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, শামীম হোসেন।