পোষা প্রাণীর কথা বুঝতে এআই-এর ব্যবহার
প্রযুক্তিখাতে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিভিন্ন অবোধ্য বিষযকে করে তোলা হচ্ছে বোধগম্য। এমনকি প্রাণীর ভাষা বুঝতে এআইকে কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা। পোষা পাখি ও প্রাণীর ভাষা বুঝতে এবার এআই এর ব্যবহার করা হবে। লিংকন ইউনিভার্সিটির প্রাণী আচরণ বিষয়ের অধ্যাপক ড্যানিয়েল মিলস জানিয়েছেন, মানুষ এবার থেকে এআই-এর সাহায্যে প্রাণীর সঙ্গে কথা বলতে পারবে। খবর- দ্য গার্ডিয়ান।
আর সেই কথা বুঝতেও পারবে পোষ্য। অর্থাৎ, প্রাণী ও মানুষের মধ্যে আরও ভাল যোগাযোগ স্থাপন করা সম্ভব। তিনি আরও বলেন যে, “এআই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রাখছে, তেমনি এটি পোষ্য প্রাণীদের জন্যও ব্যবহার করা যেতে পারে। এর সবচেয়ে বড় সুবিধা এটাই হবে, আমরা আমাদের পোষ্য প্রাণীদের আচরণ আরও ভালভাবে বুঝতে পারব।”
আরও পড়ুন: নির্বাচনে অপতথ্য রোধে ইসির সঙ্গে কাজ করবে টিকটক
বিড়ালদের মুখের অভিব্যক্তির উপর দীর্ঘদিন ধরে ড্যানিয়েল মিলস বিভিন্ন গবেষণা করে চলেছেন। তবে এবার এ বিষয়ে দ্যা সাইন্স-এ একটি গবেষণায় প্রকাশ করেছে যে, বিড়ালরা অন্যান্য বিড়ালের সঙ্গে যোগাযোগ করার সময় ২৭৬টি মুখের অভিব্যক্তি দেয়। ফলে সেক্ষেত্রে মানুষ নিজের মতো করে পোষ্যদের অভিব্যক্তি বুঝে নেয়। অনেক সময় এমনও হয়, মানুষ যা বোঝে, তার উল্টোটাই বলতে চায় পোষ্য প্রাণীটি।
বর্তমানে, ড্যানিয়েল মিলস এবং তার দল পোষ্য প্রাণীর উপর একটি এআই সিস্টেম তৈরি করছে, যার সাহায্যে মানুষ খুব সহজেই কুকুর, বিড়াল এবং ঘোড়ার কথোপকথন বুঝতে পারবে।
আরও পড়ুন: আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ও প্রয়োগ বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত
তিনি বলেন, “সাধারণ মানুষ এসব ব্যবহার না করলেও প্রাণী স্বাস্থ্যের ক্ষেত্রে এই সিস্টেম বিশেষ সাহায্য করতে পারে। এতে তাদের যে কোনও চিকিৎসায় সাহায্য হবে।”





