ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে “Integrating AI into Teaching and Learning: Exploring Good Practice” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ কর্মশালায় শিক্ষাদান, শেখা এবং মূল্যায়ন পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানচেস্টার ইনস্টিটিউট অব এডুকেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. গ্যারি মটেরাম। স্বাগত বক্তব্য দেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সহ-সভাপতি ড. মিঞা মো. নওশাদ কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রভাষক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত আরা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এআই এখন শিক্ষার সব স্তরে বাস্তব পরিবর্তন আনছে। এআই-নির্ভর কনটেন্ট ও স্বয়ংক্রিয় উত্তরের কারণে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে নতুন ভাবনার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এআই সম্ভাবনার পাশাপাশি উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি করছে, যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
আরও পড়ুন: মঙ্গল গ্রহে প্রথমবার বজ্রপাতের মতো শব্দ ধারণ করল নাসার রোভার
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আধুনিক মূল্যায়ন ব্যবস্থা এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের কর্মশালাকে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং টেসল সোসাইটি অব বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।





