ডিসেম্বরের আগে সচল মোবাইল বন্ধ হবে না
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে সচল থাকা মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না। মন্ত্রণালয় বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এবং জনগণকে গুজবের শিকার না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ১ ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার হ্রাস সংক্রান্ত এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)। বৈধ IMEI নম্বরহীন হ্যান্ডসেট ক্রয় থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা ফোনের মধ্যে যেগুলোর বৈধ IMEI নম্বর আছে, সেগুলো বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধকরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না।
বর্তমান ব্যবহৃত ফোনের বৈধতা যাচাই করার জন্য:
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
মোবাইলের কিপ্যাডে #06# ডায়াল করে ফোনের IMEI নম্বর জানুন।
এরপর ১৬১৬১# নম্বরে IMEI নম্বরটি SMS করে পাঠান। ফিরতি মেসেজে ফোনের বৈধতা অবস্থা জানানো হবে।
অনলাইনে যাচাই করতে বিটিআরসির ওয়েবসাইটে Verify IMEI অপশন ব্যবহার করে ফোনের IMEI নম্বর লিখলেই ফলাফল দেখা যাবে—Valid, Invalid, বা Clone।





