১৬ ডিসেম্বর নয়, ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে এনইআইআর
দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি প্রতিরোধে চালু হতে যাওয়া ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেমের কার্যক্রম আবারও পিছিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, পূর্বঘোষিত ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: এআই নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের আইন ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশ
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে আমদানিকৃত যেসব হ্যান্ডসেট এখনো অবিক্রিত বা মজুদ রয়েছে, সেগুলোর আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের হ্যান্ডসেটের তথ্য জমা দিতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে এনইআইআর সিস্টেম চালুর তারিখ ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে বড় পরিবর্তন
এদিকে, অবিক্রিত ও মজুদকৃত হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বরসহ সংশ্লিষ্ট সব তথ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিটিআরসির নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য সব মোবাইল ফোন ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছে কমিশন।





