২৩ ঘণ্টা পর পূর্ণ রুটে মেট্রোরেল চালু

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০০ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফার্মগেট দুর্ঘটনার পর বন্ধ থাকা মেট্রোরেলের চলাচল অবশেষে সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়েছে।  সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ফার্মগেটের যে স্থানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানে সকালে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে নতুন করে প্যাড স্থাপন করা হয়। এরপর পরীক্ষামূলক ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেবা চালু করা হয়। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: সময় বাড়ল মেট্রো চলাচলের

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।আড়াই ঘণ্টা পর বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সকল প্রযুক্তিগত বিষয় পর্যালোচনা করে সেবা সম্পূর্ণভাবে পুনরায় চালু করা হয়েছে।

আরও পড়ুন: লাইভ বাস ট্র্যাকিং অ্যাপ, রিকশা নিয়ন্ত্রণ ও নতুন রুট চালুর উদ্যোগ