ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ডে ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের এক পাশের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলা হয়। কাটা রেললাইনের ওপর দিয়ে ট্রেনটি অতিক্রম করার সময় হঠাৎ লাইনচ্যুত হয় দুটি বগি। তবে দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: কুয়াশার কারণে ঢাকায় অবতরণ ব্যর্থ, ৫ ফ্লাইট ডাইভার্ট হয়ে গেল কলকাতা

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ভোরের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয়। একপর্যায়ে বিকট শব্দে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে থেমে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত দুটি বগি রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় ঢাকা–জয়দেবপুর–জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে আন্তঃনগর ও মেইল ট্রেনসহ এই রুটের একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে ঢাকা ও ময়মনসিংহগামী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। ঢাকা থেকে একটি রিলিফ বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়, যা সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেললাইনের প্রায় ২০ মিটার অংশ পরিকল্পিতভাবে কেটে ফেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে রেললাইনটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।