সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত জারি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের দক্ষিণ ও উপকূলীয় সাতটি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টায় দেশের ২০টি জেলা বন্যার কবলে পড়তে পারে

এই অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জনসাধারণ, বিশেষ করে নৌযান ও ছোট ট্রলার ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমের সক্রিয়তা এবং বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের তারতম্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।