৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, ‘ঈশান’ বৃষ্টিবলয় প্রবেশ করছে দেশে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট—এই অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদীবন্দরগুলোকে।

আরও পড়ুন: সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশে প্রবেশ করতে যাচ্ছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান’। এটি চলতি বছরের ১০ম এবং ষষ্ঠ মৌসুমি বৃষ্টিবলয়, যা ৪ আগস্ট রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ হয়ে দেশে ঢুকে ৯ আগস্ট রংপুর হয়ে বেরিয়ে যেতে পারে।

‘ঈশান’ সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকায় থাকবে বেশ সক্রিয় এবং বরিশাল ও খুলনায় মাঝারি সক্রিয়তা দেখা যেতে পারে। বৃষ্টির কারণে এসব এলাকায় মেঘলা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম-সিলেটসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৯০% অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে। এতে নদী ও জলাশয় ঘিরে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।