সাত সকালে বৃষ্টিতে ভিজল ঢাকা, কমতে পারে তাপমাত্রা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত



আরও পড়ুন: বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সাত সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এতে কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ নগরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরেছে। আকাশে জমে থাকা কালো মেঘ দিনভর আরও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) ভোর থেকে মিরপুর, বারিধারা, উত্তরা ও শ্যামলী এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও বইছে, যা গরমের দমবন্ধ অবস্থা থেকে স্বস্তি এনে দিয়েছে।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।