তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে: বেড়েছে শীতের তীব্রতা
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
আরও পড়ুন: মাঝামাঝি শৈত্যপ্রবাহের আভাস, উত্তরাঞ্চলে হিমেল হাওয়া
এর আগে রবিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, রাত–ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ায় রাজধানী ও আশপাশের এলাকায় হালকা শীতের অনুভূতি আরও বাড়তে পারে।





