ঢাকায় আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা বাড়ার ইঙ্গিত
রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভোর ও সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২১ জেলায় শৈত্যপ্রবাহ সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি
পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে শীতের অনুভূতিও অব্যাহত থাকতে পারে।





