মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ গ্রেফতার ৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেটকারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
এর আগে গতকাল রবিবার (১৬ এপ্রিল) রাতে ভালুকা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার হোমনা উপজেলার শাহ আলম (৩৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিল্লাল হোসেন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আবু তাহের (৩০) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সবুজ মিয়া (২৯)।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানায়, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্যারের দিক নির্দেশনায় ইদ যাত্রাকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান ও টহল চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রশি ও কাঠের রুল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।