ভালুকায় সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মূলহোতা সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করেন ভালুকা প্রেসক্লাব।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
মানববন্ধনে সভাপতিত্বে করেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান পাঠান কামাল।
সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম শাজাহান সেলিম, মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান খলিল, মো. জহিরুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান ফুরাত ও মাওলানা হারুন আর রশিদ।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
এছাড়াও আরও কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
সাংবাদিকরা বক্তব্যে বলেন, আমাদের সহকর্মী সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরেই স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তার উপর এই হামলা চালিয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতারও তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।
বক্তব্যে আরও বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচারকার্যটি সাগর-রুনির মতো দেখতে চাই না। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন ওই সাংবাদিক নেতারা।
বক্তব্য শেষে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজার থেকে গরুহাটি কাচারী পাড়ার বাসায় ফিরছিলেন সাংবাদিক নাদিম। এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম রাব্বানী নাদিম। সে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।