ভালুকায় নিখোঁজের পরদিন জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পর মিয়াজ উদ্দিন নান্টু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় জাতীয় উদ্যানের জঙ্গল থেকে ওই লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গুবদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিয়াজ উদ্দিন নান্টুকে গত রবিবার ২৫ জুন সকাল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার বিকালে কাচিনা ইউনিয়নের কাদিগড় জাতীয় উদ্যানের জঙ্গলের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভালুকা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে সুরুজ মিয়া জানান, মল্লিকবাড়ি গ্রামের আদম ব্যবসায়ী হাবিব পাওনা টাকা দেওয়ার কথা বলে তার বাবাকে ডেকে নেন। তার পর থেকেই তার বাবাকে খুঁজে পাচ্ছিল না। পরে থানায় গিয়ে বাবার লাশ সনাক্ত করেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মিয়াজ উদ্দিন নান্টু নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।