জীবনের প্রথম ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। মানিকগঞ্জ-১ ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ঝিলিক আক্তার ও সাবিত্রী হালদার নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে তারা ভোট দেন।
তারা দুজনই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনে প্রথমবার ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা দুজনই আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমরা আশা করি জনপ্রতিনিধি যেই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।
মানিকগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। পুরুষ ভোটার ২,১৯,৪৯১, নারী ভোটার ২,১৭,৫০৪ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গের) ভোটার মাত্র ২ জন। ভোট কেন্দ্র ১৮০টি।





