কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Abid Rayhan Jaki
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ০১ জুন ২০২৪ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে তানজিব ও বায়েজিদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ৮বছর বয়সী তানজিব উপজেলার টান গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে ও ৭বছর বয়সী বায়েজিদ উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে। বায়েজিদ গত শুক্রবার গাবতলী এলাকায় তার নানার

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

বাড়িতে বেড়াতে আসেন। এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তানজিব ইসলাম ও বায়োজিদ বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন

আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে তাদের খোঁজাখুজি করে। কিছু সময় পর ওই পুকুর থেকে তানজিব ইসলাম ও বায়েজিদের মরদেহ তুলে আনা হয়। দুই শিশুর

আরও পড়ুন: সরকারি খাল উদ্ধারে আবাসন প্রকল্পে প্রশাসন-পরিবেশ অধিদপ্তরের অভিযান

মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন

রায়হান চৌধুরী রায়হান জানান, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।