নরসিংদী কারাগার থেকে লুন্ঠিত গুলি উদ্ধার

ছবিঃ সংগৃহীত
নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠিত গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনা বাহিনীর একটি দল। আজ বেলা ১১ টায় নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সেনা বাহিনীর নরসিংদীর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব এর উপস্থিতিতে এসব গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত শনিবার সন্ধায় সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবা থেকে ৮৮২ রাউন্ড গুলি উদ্ধার করেন ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ এর নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়।