সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারেক রহমান: ডাঃ আউয়াল
শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ড্যাব ও ছাত্রদল কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাই স্বাবলম্বী। ধারকর্য করে আমাদের দেশের বাহির থেকে শিল্পী আনার দরকার নাই।
ডা. আউয়াল বলেন, তারেক রহমান বলেছেন আমাদের ডানপাশে দিল্লি বা বামপাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ বামেও বাংলাদেশ সামনেও বাংলাদেশ পেছনেও বাংলাদেশ।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
সাত জানুয়ারি ডামি নির্বাচনের কথা উল্লেখ করে ড. আউয়াল বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ৯৫% মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষজন তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল।
শেখ হাসিনার দোসরা আবারও পুনর্বাসনের চেষ্টা করছে উল্লেখ করে ডা. আউয়াল বলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ১৪৬ জন শহীদ, তাদের রক্তের সাথে বেইমানি করতে পারবেন না।
এসময় চারশতাধিক অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাকিল মাহমুদ, ডাঃ আব্দুল্লাহ আকাশ, ডাঃ জাহিদ, ডাঃ কাউসার, ডাঃ ইকরাম জাকির, ডাঃ আবু রিফাত।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নিয়াজ মাখদুম রাফি, সুলতান মাহমুদ, ফাহিম শাহারিয়ার, লাবিব আকন্দ, শাহ নেওয়াজ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।





