নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

Sanchoy Biswas
নরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ । ছবিঃ সংগৃহীত
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ । ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি। 

আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে আহত ১৯ জনের মাঝে ১৩ জনকে ৩০ হাজার টাকা ও  ৬ জনকে বিশ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ছাত্র সমন্বয়কারী সোহান হায়দার, জান্নাতুল মালিহা এবং মনি আক্তারসহ অন্যরা।

আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে