ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল বায়তুল মোকাররম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের চালানো বর্বর গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর উত্তাল হয়ে উঠেছে।  বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এদিন বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময় ‘বাংলাদেশ তিসরি ইনসাফ দল’ এবং ‘জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ’-এর পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।  

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। দেশের যেসব ব্যবসায়ী ইসরায়েলি পণ্য আমদানি করছেন, তাদের অনুরোধ করব-এই ব্যবসা থেকে দ্রুত সরে আসুন। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। 

তা ছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর একপেশী সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ইতোমধ্যে ৬০ হাজার মানুষ মেরে ফেলা হয়েছে, অথচ যুদ্ধ বন্ধে কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করা হচ্ছে না। তাই ওআইসিসহ সব সংস্থাকে আহ্বান জানাবো, যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করুন। আর ফিলিস্তিন স্বাধীনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা চাই দেশের প্রতিটি মানুষ তাতে অংশগ্রহণ করুক এবং ফিলিস্তিনের স্বাধীনতা বাস্তবায়িত হোক।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

একই সময় ইসলামী আন্দোলনের পাশে বাংলাদেশ তিসরি ইনসাফ দল কর্তৃক ‘গাজায় ইসরাইলের নৃশংসভাবে বর্বরোচিত শিশুসহ গণহত্যা’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিল থেকে তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে রওনা হয়।