চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক ছোট ভাই আটক

Sanchoy Biswas
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:২০ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ঘাতক ছোট ভাই আটক। ছবিঃ সংগৃহীত
ঘাতক ছোট ভাই আটক। ছবিঃ সংগৃহীত

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম(২২) কে মিয়াকে চুনারুঘাট পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল অনুমান ১৫.০০ ঘটিকার সময় বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ির সামনে রাখে। উক্ত গাছটি দিয়ে তাহার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েল বেড়ার কাজে লাগায়। 

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিষয়টি নিয়ে রুয়েল এর সহিত তাহার ভাই জসিম মিয়া, ভাই সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি ও মারামারি হয়। মারামারির একপর্যায়ে জসিম মিয়া (২২) তাহার ভাই রুয়েল মিয়াকে গাছের ঢাল দিয়া ঘাড়ের পিছনে (বারি মারিলে)আঘাত করিলে সে গুরুতর জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়িয়া যায়। 

তাৎক্ষণিক তাহাকে তাহার স্ত্রী তাছলিমা খাতুন লোকজনের সহায়তায়  চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে তাহার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া উন্নত চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট রেফার করে। কিন্তু ১৬ এপ্রিল রাত ১০ ঘটিকার সময় নুরজাহান ক্লিনিক  মাজার গেইট সিলেট মৃত্যু বরণ করেন।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিম মিয়াকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম বলেন, সাঁড়াশি অভিযান করে রাতেই ঘাতক জসিম মিয়া কে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।