শিবগঞ্জে গৃহবধূকে মারধর করে চুল কেটে দেওয়ায় অভিযোগ

Sadek Ali
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১০ মে ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শিবগঞ্জ উপজেলার কুড়াহার মন্ডলপাড়া গ্রামে এক গৃহবধূকে মারপিট করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী গৃহবধু বীনা রানী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগে তার সতীন স্বপ্না রানী, স্বপ্নার মা সপ্তমী রানী এবং বোন পুতুল রানীকে বিবাদী করে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে বীনা রানী জানায় যে, প্রায় ১০ বছর আগে শিবগঞ্জ উপজেলার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের সঙ্গে তার বিবাহ হয়। তাদের সংসারে ৩ বছর বয়সী এক কন্যা সন্তান আছে। সম্প্রতি তিনি জানতে পারে, তার স্বামী বানাইল গ্রামের স্বপ্না রানীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

তিনি আরো জানায়, ঘটনার দিন বিকালে বীনা রানী স্বপ্নার বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চায়। তখন স্বপ্না জানায়, সে বিপুল চন্দ্রকে বিবাহ করেছে। বিবাহের প্রমাণ চাইলেই স্বপ্না, তার মা ও বোন মিলে বীনা রানীকে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে পুতুল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরে এবং স্বপ্না ব্লেড ও কাঁচি দিয়ে তার চুল কেটে দেয়।

অপরদিকে বিপুল চন্দ্র জানায়, তিনি স্বপ্নাকে বিবাহ করেছে। তবে তার দাবি, বীনা রানী নিজেই চুল কেটে স্বপ্নাকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন, তদন্তে যদি প্রমাণ হয় স্বপ্না ও তার পরিবারের কেউ দোষী, তাহলে তারা শাস্তি পাক। আর যদি প্রমাণ হয় বীনা নিজেই চুল কেটেছে, তাহলে আমি তার বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

অন্যদিকে অভিযুক্ত স্বপ্না ও তার মা অভিযোগ অস্বীকার করে জানায়, বীনা রানী নিজেই চুল কেটে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত কোন এবং জানায়, উক্ত ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করা হবে।