গোয়ালন্দে বাংলা মদ ও ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক কারবারি আটক

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৫ লিটার দেশীয় তৈরি মদ ও ৭২ পিছ ইয়াবা সহ ২ জন মাদকব্যবসায়ী গ্রেফতার ।
মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জিরো টলারেন্স নীতি নিয়ে যোগদানের পর থেকেই কাজ করে আসছেন। থানার আওতাধীন যেখানে মাদককারবারি সেখানেই অভিযান।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
বুধবার (১৪ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার মধ্যে দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ দৌলতদিয়ার সৈয়দ আলী পাড়া গ্রামের মমিন শেখের ছেলে সাঈদ শেখ (৪৮) তাকে ৫ লিটার বাংলা মদসহ যৌনপল্লী এলাকা থেকে আটক করা হয়। দৌলতদিয়ার শাহাদত মেম্বার পাড়া এলাকার সৈয়দ আলী খন্দকারের ছেলে শহিদ খন্দকার ওরফে (আম্বী) শহিদ (৪৭) কে ৭২ পিস ইয়াবা সব গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, উপরোক্ত দুইজন আসামি কে আলামত সহ গ্রেফতার করার হয়।উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।