সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

সাভার পৌর এলাকায় অর্ধশতাধিক পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় পানিবন্দি মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নেন তিনি।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
এ সময় ইউএনও আবুবকর সরকার বলেন, "গণমাধ্যমে পানিবন্দি মানুষের বিষয়টি নজরে আসে। এরপরই পানিবন্দি মানুষদের জন্য পানি জমে না থাকে, সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে।" এছাড়া এলাকাবাসীর কাছে ইউএনও আহ্বান জানিয়ে বলেন, "প্রত্যেকে বাড়ি করার সময় ন্যূনতম একটি লেভেল মেনে করলে পানিবদ্ধতা দূর করা এবং মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব।"
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার