তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি ছিল সৌজন্যমূলক, যেখানে দ্বিপাক্ষিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসে বলে জানা গেছে।
আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে: জামায়াত আমির
বিএনপির দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংক্ষিপ্ত বার্তায় এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এর আগে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ধারাবাহিকভাবে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ২২ জানুয়ারি থেকে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে
বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিদেশি কূটনীতিকদের যোগাযোগ ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।





