ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ ‘অনির্দিষ্টকালের জন্য’ যুক্তরাষ্ট্রের হাতে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত যেন বিশৃঙ্খলার দিকে না যায়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান: দেশজুড়ে ইন্টারনেট বন্ধ

তিনি বলেন, “ভেনেজুয়েলার তেল খাত বিশৃঙ্খল হয়ে পড়ুক— এমনটা যুক্তরাষ্ট্র চায় না। সে কারণেই দেশটির তেল উত্তোলন, বিপণন ও সংশ্লিষ্ট সব ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।”

ব্রিফিংয়ে রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে ‘ঢেলে সাজানোর’ উদ্যোগ নিয়েছে। এটি দেশটির তেল খাত সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ। এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া অন্য কোনো পক্ষকে ভেনেজুয়েলার তেল খাতে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

তিনি বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপ শুরু হবে। ওই পর্যায়ে মার্কিন ও অন্যান্য পশ্চিমা দেশের কোম্পানিগুলোকে ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে ভেনেজুয়েলার তেল বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

মার্কো রুবিওর এই বক্তব্যকে ভেনেজুয়েলার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব বিস্তারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।