মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খান নামে দুইজনকে যৌথবাহিনী আটক করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে আদায়কৃত নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত অর্থ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন, "আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। যেসব ব্যক্তি এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও