‘শাপলা’ প্রতীকের দাবিতে ইসিতে আবেদন করল বাংলাদেশ কংগ্রেস

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর এবার দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আবেদনে দলটি জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। পরে বিকল্প হিসেবে দলটি ‘বই’ প্রতীক প্রস্তাব করে। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন পেলেও, কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

সর্বশেষ আবেদনে দলটি দাবি করেছে, যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা