চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এলাকায় মদপানে ৬ জনের মৃত্যু রয়েছে। একই ঘটনায় **আলিম উদ্দিন** নামে আরও এক দিনমজুর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়ালডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এরপর বিভিন্ন সময়ে একে একে ৬ জন মারা গেছেন। রোববার রাতে অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে।”

ওসি আরও বলেন,আজমরা ইতিমধ্যে ঘটনাস্থলের বিভিন্ন বাড়িতে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত বা ভেজাল মদ পান করেছিলেন।বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে