নগরকান্দায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ

ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর রসুলপুর বাজারে কুমার নদের পাড়ে সরকারি জায়গায় দখল করে পাকা ঘর নির্মাণের কাজ করছেন পিপরুল নামের এক ব্যক্তি। সে রসুলপুর গ্রামের মৃত ইছা মাতুব্বর এর ছেলে ওবায়দুর মাতুব্বর।
সরকারি জায়গায় ঘর নির্মাণ করার বিষয় তিনি বলেন, আমি হিন্দু এক ব্যক্তির নিকট থেকে স্ট্যাম্পের মাধ্যমে ১ লাখ বিশ হাজার টাকা দিয়ে দুটি দোকান পজিশন কিনছি, তবে কাগজ না দেখে তার নাম বলতে পারবোনা। তিনি আরও বলেন পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসেছিল তাদের ম্যানেজ করায় তারা বলেছে, আগে অন্যরা যেমন করে দোকান ঘর নির্মাণ করেছে, আপনিও সেভাবে কাজ করেন।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নগরকান্দা উপজেলা এরিয়ার দায়িত্বরত আব্দুল মমেন বলেন, আপনারা তথ্য দিন আমি সেখানে লোক পাঠাচ্ছি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, আমি সেখানে এখনই লোক পাঠাচ্ছি।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
কুমার নদীর পাড়ে সরকারি জায়গা দখল করে পূর্ব থেকে চলছে হাত বদল বেচাকেনা। সরকারি জায়গা স্ট্যাম্পের মাধ্যমে বেচাকেনা করছে দখলদারি ক্রেতারা। যে কারণে ক্রমেই নদীর দুই পাড়ের সরকারি জায়গা দখল করে শত শত আধাপাকা দোকান ঘর ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে । নদী দখলের হাত থেকে মুক্ত করতে প্রশাসনিকভাবে জোড়ালো ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান এলাকাবাসী।