চাঁপাইনবাবগঞ্জে ৩.৩ কেজি হেরোইন ও নগদ ২.৫ লক্ষ টাকাসহ ১ জন আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ৩০ মে ২০২৫ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চরবাগডাংগা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৩.৩ কেজি হেরোইন ও নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকাসহ সাখাওয়াত হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে বিজিবির নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের কাঁটাপাড়া গ্রামে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মো. সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে ৬৬ লক্ষ টাকা মূল্যের ৩.৩ কেজি হেরোইন এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

আটককৃত সাখাওয়াত কাঁটাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হেরোইন ও নগদ টাকাসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।