রাজবাড়ীর খানখানাপুরে দীর্ঘদিনের ইমামকে রাজকীয় বিদায়

দীর্ঘ ২০ বছর ধরে রাজবাড়ীর একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছিলেন আবুল কালাম আজাদ।তবে বয়সের ভার ও শারীরিক অসুস্থতায় এই পথ থেকে তাকে অব্যাহতি নেওয়া জরুরী হয়ে পড়ে। মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা বাস্তবতাকে মেনে নেন। দীর্ঘদিনের ইমামকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় দেওয়ার আয়োজন করেন এলাকার যুবসমাজ।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
ঘটনাটি রাজবাড়ী সদরের খানখানাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিরপাড়া গ্রামের মিরপাড়া জামে মসজিদের। সোমবার (২৩ জুন) আসরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী যুবসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এ সময় ইমাম সাহেবের হাতে সম্মাননা স্মারক এবং ৬৩ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়। এবং ফুলের সাজে সজ্জিত রিকশায় তুলে ইমাম সাহেবকে বাড়ি পৌঁছে দেন এলাকার যুবসমাজ। একই দিনে নতুন ইমাম সাহেব মোঃ শহীদুল্লাহ যোগদান করেন।
আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও
অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ কমিটির অন্যতম নেতৃত্বদানকারী সৌদি আরব প্রবাসী মোশারফ,সেনা সদস্য সাগর মজুমদার ও রাসেলসহ অনেকে।
দীর্ঘদিনের ইমামকে বিদায় জানাতে মসজিদে সমবেত হন খানখানাপুর ইউনিয়নের অসংখ্য মুসল্লিরা। বিদায়ী সংবর্ধনা শেষে ইমাম সাহেবকে লাল গালিচার সংবর্ধনা ও সুসজ্জিত রিক্সা শোভাযাত্রার মাধ্যমে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ বিদায় আয়োজন ছিল এলাকাবাসীর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য উদাহরণ।