তাহিরপুরে ৪শত ফুট বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।
রবিবার(১৩ জুলাই)ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্টিল বডি নৌকার ৪০০ ঘনফুট বালি সহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির(৪০) ও সোহালা গ্রামের মো. আলা উদ্দিন এর ছেলে মো. আলী হোসেন(২৯) কে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান,অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন,বিক্রি ও পরিবহণ করার সুযোগ কাউকে দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা পুলিশের কাছে থেকে অবৈধ কাজের কোনো সুযোগ পায় না তারাই অপ্রচার চালায়। পুলিশ কোনো অনিয়মের সাথে নেই, আমাদের অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: সাতক্ষীরা পাটকেলঘাটায় সুপারির বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় চাষিরা





