আবু সাঈদের মৃত্যুর দিনে নব্য রাজনীতিবিদদের গোপালগঞ্জ থেকে পলায়ন জাতির জন্য লজ্জার: ডা. আউয়াল
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মৌন মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমানসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, "আমাদের শহীদ পরিবারের কান্না আজো শেষ হয়নি। কবর বাঁধানোর জন্য হাহাকার চারদিকে। কেউ তাদের পাশে না দাঁড়ালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দাঁড়ান। আজকেও দাঁড়িয়েছেন।"
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী
তিনি আরো বলেন, "গোপালগঞ্জের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। তবে কোনো পরিকল্পনা ছাড়াই তাদের এই একশো মানুষ নিয়ে লংমার্চ অনেকটা ঢাল নাই-তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো ঘটনা। আবু সাঈদের মৃত্যুর দিনে এই ঘটনা গোটা জাতির জন্য লজ্জার। আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখলে এরকম দিন আমাদের দেখতে হতো না।"
শহীদ ইউসুফের মা বলেন, "আমরা সরকার থেকে আজ পর্যন্ত সহযোগিতা পাইনি। আজকে তারেক রহমানের পক্ষ থেকে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।"
আরও পড়ুন: সাতক্ষীরার ৫ গ্রামের চলাচলের একমাত্র ভরসা ভাসমান বাঁশের সাঁকো
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ চারটি পরিবার ও ছয়টি আহত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে বিএমইউ ছাত্রকল্যাণ পরিষদ।





