টেকনাফে বিজিবির অভিযানে প্রায় ১ কেজি ক্রিস্টাল মেথ ও বিদেশি পিস্তলসহ যুবক আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ৩:২০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবকের নাম শফিক (২৬)। তিনি টেকনাফের পুরাতন পল্লানপাড়া গ্রামের ইউনুসের ছেলে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, শনিবার (২০ জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে সমুদ্রপথে আসা মাদক ও অস্ত্র টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জালিয়াপাড়ার একটি বাড়িতে মজুত করা হয়েছে। তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পর বিজিবির একাধিক আভিযানিক দল লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

বিকেল সাড়ে ৩টার দিকে করিম নামের এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক করিমসহ আরও দুইজন পালিয়ে যায়। তবে শফিক নামের একজনকে আটক করা সম্ভব হয়।

পরবর্তীতে শফিককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাড়ির খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ০.৮১৬ কেজি নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

বিজিবি আরও জানায়, আটককৃত শফিক এবং উদ্ধারকৃত মাদক ও অস্ত্র প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

অভিযান শেষে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “মাদক দেশের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এ থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।