সাভারে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Sanchoy Biswas
রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৫৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাভারের মামুন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা মজলিসে শুরা সদস্য ও সাভার পৌর জামায়াতের আমির মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এ সময়

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্যে হাসান মাহবুব মাস্টার বলেন, ‘আমরা আশা করি বর্তমান সরকার সংস্কার কাজ সম্পন্ন করেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবেন, আর যদি ব্যতিক্রম কিছু হয় প্রয়োজনে ৭ দফা দাবি আদায়ে জামায়াত যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

তিনি বলেন, ‘২৪ এর জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার আগে ২৪ বছর এবং স্বাধীনতার পর ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। ফলে মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। জনগণের কল্যাণে আসবে এমন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে জামায়াত। বাংলাদেশকে একটি আদর্শ কল্যাণরাষ্ট্র হিসেবে দেখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যে দশটি সংস্কার প্রস্তাব জাতির সামনে পেশ করেছে।’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এই মুহূর্তে ক্ষমতায় আসলে দেশে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ নিরাপদে থাকবে।’

তিনি আরও বলেন, ‘যদি জামায়াতে ইসলামী পাওয়ারে আসে, তাহলে দেশের মানুষ একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পাবে। আর সে কারণেই এই মুহূর্তে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থাটা বেশি।’

জামায়াতে ইসলামীর সাভার পৌর শাখার সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তৌহিদ হোসেন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ। এ সময় সাভার পৌর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মনসুর আলী, অর্থ সম্পাদক আবুল বাশার, পর্দার আড়ালে নারী রুকনগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।