বাঘাইছড়িতে ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়ায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে ৩:৩০ মিনিটে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনী ও সশস্ত্র দলের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এলাকাটি তল্লাশি করে সেনাবাহিনী বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোয়েন্দা সরঞ্জাম উদ্ধার করে।

আরও পড়ুন: নগরকান্দায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি : আতঙ্কিত জনগণ

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ১টি সাবমেশিনগান (SMG) ও ১টি ম্যাগাজিন, ৩টি দেশীয় তৈরী বন্দুক, ১টি এলজি, ৭ রাউন্ড এ্যামোনিশন ও ৪৪টি খালি গুলির খোসা, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট ও ৪টি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সানগ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ পতাকা ও ৫টি আর্ম ব্যান্ড, ১২টি বিভিন্ন প্রকারের বই

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর জানমাল রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও সশস্ত্র চরমপন্থী দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: লালমনিরহাটে চার মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড