সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে আমাদের রাজপথে নামতে হচ্ছে: নাহিদ

সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে আমাদের এখন রাজপথে নামতে হচ্ছে, আমরা সংগঠিত হচ্ছি। আমরা আপনাদের দাবি আদায় করে ছাড়বো—জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
শহরের পৌরসভার সম্মুখে স্বাধীনতা চত্বরে নরসিংদী জেলা নাগরিক পার্টি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশের সাধারণ মানুষদের নিয়ে পাবলিক-ছাত্র কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই পাবলিক শাটডাউন কর্মসূচিতে সম্মতি জানিয়ে এই নরসিংদীর ছাত্র-জনতা নেমে এসেছিল। ১৮ জুলাই আমরা জানি, নরসিংদীতে আমার ভাই, এই নরসিংদীর কৃতিসন্তান তাহমিদ শহীদ হয়েছিলেন। ১৫ বছর বয়সী দশম শ্রেণির ছাত্র তাহমিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেদিন আরও শহীদ হয়েছিল আমার ভাই ইমন। এই নরসিংদীর আরেক ভাই ইকবাল শহীদ হয়েছেন। সেই তাহমিদকে আজ স্মরণ করছি। আমরা আমাদের ২২ জন নরসিংদীর শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই বিপ্লবে নরসিংদীর ছাত্র-জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য।
তিনি আরও বলেন, ১ বছর পরও আমরা দেশব্যাপী জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি, নানা ষড়যন্ত্র করা হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নেওয়া হয়নি। নতুন সংবিধান প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পুকেও অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা কিন্তু একটুও নড়িনি। দাবি থেকে সরে আসিনি। আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হবো। আমরা বিশ্বাস করি, শুধু নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকেই আমাদের দাবি আদায় করতে পারবো। আমরা আপনাদের সঙ্গে মিলে কাজ করতে চাই। নরসিংদীতে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী রয়েছে। আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। তাই আপনারা নাগরিক পার্টিকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। সারাদেশে জুলাই পদযাত্রা যেভাবে সফল হয়েছে, যেভাবে জনতা জেগে উঠেছে, নানা হামলা, বাধা দেওয়া সত্ত্বেও আপনাদের জন্য এই বিপ্লবী ছাত্র-জনতা সাধারণ মানুষের জন্য এই পদযাত্রা সফল করতে পেরেছে। ইনশাআল্লাহ আগামী সংসদে, আগামীর নতুন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়জয়কার হবে।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার
এছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এড. শিরিন আক্তার শেলী, আব্দুল্লাহিল মামুন নিলয়, আব্দুল্লাহ আল ফয়সালসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জাতীয় নাগরিক পার্টির নরসিংদীতে পদযাত্রা দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—দুপুরে নরসিংদী শহরস্থ বাসাইল এলাকায় নরসিংদী ক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় এবং বিকেল সাড়ে ৪টায় জেলখানার মোড়ে তাহমিদ চত্বর থেকে পদযাত্রা শুরু করে সভাস্থলে এসে শেষ হয়।
অপরদিকে একই দিনে, একই সময়ে শহরের সাটিরপাড়ার শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে ২২ শহীদকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নরসিংদী জেলা বিএনপির সহযোগী সংগঠনের ডাকে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
পাশাপাশি দুই রাজনৈতিক দলের অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শহরজুড়ে টানটান উত্তেজনা দেখা দেয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করে।