নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

Sanchoy Biswas
কাজী আফতাব হোসেন, নগরকান্দা
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

আরও পড়ুন: জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

অভিযানকালে ফুটপাত ও সড়কের উপর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে বাজারের ব্যবসায়ী জিলুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফরিদপুরে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত

অভিযান শেষে ইউএনও দবির উদ্দিন জানান, নগরকান্দা বাজারকে যানজটমুক্ত রাখতে প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং অন্যদের সতর্ক করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।