টঙ্গীতে ভ্রমণব্যাগে পলিথিনে মোড়ানো আট খন্ড লাশের পরিচয় মিলেছে

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশনরোড এলাকা থেকে ভ্রমণব্যাগে পাওয়া মস্তকবিহীন খণ্ডিত লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি। নিহতের নাম অলি মিয়া (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে বলে জানা গেছে। আঙ্গুলের ছাপে তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানার কাছে স্টেশনরোডের হাজি বিরিয়ানী দোকানের সামনে থেকে একটি পরিত্যক্ত ভ্রমণব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানবদেহের আট খন্ড লাশ উদ্ধার করে পুলিশ ।
পুলিশ জানায়, স্টেশনরোডের টঙ্গী-কালীগঞ্জ সড়কের হাজি বিরিয়ানি দোকানের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পড়ে থাকা একটি নতুন ট্রাভেল ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় ব্যবসায়ীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে কালো পিলিথিনে মোড়ানো যুবকের অর্ধগলিত আট খণ্ড লাশ দেখতে পায়। তবে নিহতের মাথা পাওয়া যায়নি।
আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহত যুবকের ৮খন্ডে বিভক্ত লাশ উদ্ধার করা হলেও এখনো লাশের মাথার সন্ধান পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিচয় শনাক্তের পর আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছি।
আরও পড়ুন: না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার