গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সিংড়ায় সাংবাদিকদের মানববন্ধন

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে নাটোরের সিংড়া উপজেলার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৪টায় সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক মোহাম্মদ রবিন খানের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

এ সময় বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, সহ-সভাপতি সুজিত সাহা।

বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র। তারা অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ‎না ফেরার দেশে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রনজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মোতালেব হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল-আমিন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, সদস্য সারোয়ার হোসেন, আতিকুল রহমান, কামাল পাশা প্রমুখ।