কবুতর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

নাটোরের সিংড়ায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (২০) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটে রাজশাহী জেলার তানোর থানার সিন্দুকাই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত
গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া বাজারের মিঠু ভান্ডারী (৪০) ও তার ভাই মামুন ভান্ডারী (৩২)।
র্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল জানায়, গত ৮ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকায় আকরাম হোসেনকে কবুতর চুরির অভিযোগে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
আরও পড়ুন: পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
ঘটনার পরদিন আকরামের চাচাতো ভাই মোঃ রাজেশ খান বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব হত্যাকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিঠু ভান্ডারী ও মামুন ভান্ডারী ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানায়, প্রায় এক সপ্তাহ আগে আকরাম তাদের বাড়ি থেকে কবুতর চুরি করেছিল। সিসি ক্যামেরার ফুটেজে তারা আকরামকে শনাক্ত করে। ঘটনার দিন সকালে তারা আকরামকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করে এবং গাছের সাথে বেঁধে মারধর করে। এতে আকরাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভ্যানে করে পার সিংড়া গ্রামে ফেলে রেখে চলে যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।