সিলেটে সাদা পাথর লুট: অভিযানে উদ্ধার ৩৫ হাজার ঘনফুট পাথর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় প্রাকৃতিক পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে সংশ্লিষ্ট নদীতে পুনরায় প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পর্যন্ত চালানো এ অভিযানে ১৩০টির বেশি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাক থেকে সাদা পাথর উদ্ধার করা হয়। এসব পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে। যারা অবৈধভাবে পাথর উত্তোলন, মজুত ও পাচারের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, উদ্ধারকৃত পাথর ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে। এতে নদীর প্রাকৃতিক পরিবেশ ও প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, পাথর লুটে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রাতভর অভিযান চলছে বলেও জানা গেছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

এদিকে, সাদা পাথর এলাকা থেকে ব্যাপক পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গত ১৩ আগস্ট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে গঠিত কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।