এনআইইটি'র শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিগরি প্রকৌশল প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)'র শিক্ষার্থীদের অংশগ্রহণে কারিগরি প্রযুক্তির উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী হাবিব কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এনআইইটি'র পরিচালক অ্যাডভোকেট উম্মে সালমার সভাপতিত্বে আয়োজিত প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্যরা।
এ সময় শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি কারিগরি শাখার বিভিন্ন কৌশলযুক্ত কার্যক্রম ও উদ্ভাবনী পণ্যের বিবরণ ও সুবিধাগুলো তুলে ধরেন অতিথিদের সামনে।
আরও পড়ুন: ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান