রাশিয়ার দখলকৃত জাপোরিঝিয়ায় ইউক্রেনের ট্রেন হামলা, নিহত সন্দেহাতীত

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একটি জ্বালানি পরিবহনকারী ট্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনপন্থি নাশকতাকারীরা। হামলার ফলে ট্রেনটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনে থাকা কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনপন্থি পর্যবেক্ষক সংস্থা ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অকুপেশন’ এর পেত্রো আন্দ্রেওইসেচেঙ্কো এক টেলিগ্রাম বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ট্রেনে জীবিত কিছুই অবশিষ্ট নেই।”
আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৪ লাখের বেশি কলিং ভিসার কোটা উন্মুক্ত
তার দাবি, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে রাতের আঁধারে জ্বালানি পরিবহন করে যাতে হামলার আশঙ্কা কম থাকে। তবে এবার সেই কৌশল ব্যর্থ হয়েছে।
রাশিয়ানরা কেন রাতে জ্বালানি ও যানবাহন সরায় তা জিজ্ঞেস করেছিল অনেকে। এই হামলাই তার উত্তর। ক্ষয়ক্ষতি এড়াতে তারা যা করছিল, তা কাজে আসেনি। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর এটি এক অনন্য অভিযান, বলেন তিনি।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৬২ হাজার
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ট্রেনের একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে ট্রেনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সেটি লাইনচ্যুত হয়ে পড়ে।
ঘটনাস্থলটি জাপোরিঝিয়ার উরোজায়াঙ্কা ও তোকমাক শহরের মাঝামাঝি এলাকা। হামলাটি সুনির্দিষ্টভাবে কোথা থেকে বা কীভাবে চালানো হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। তবে অঞ্চলটি ইউক্রেনীয় সেনাদের মূল অবস্থান থেকে অনেকটাই ভেতরের দিকে, যা এই অভিযানের জটিলতা ও পরিকল্পনার গভীরতা নির্দেশ করে।
হামলার ব্যাপারে এখনো পর্যন্ত ইউক্রেন বা রাশিয়ার সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই হামলার আগে ইউক্রেন বেশ কয়েকবার দখলকৃত ভূখণ্ড এবং রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা চালিয়েছে। বিশেষ করে চলতি বছরের জুনে, ইউক্রেন ১০০ ড্রোনের সমন্বয়ে রাশিয়ার অভ্যন্তরে একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে রুশ বিমানবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ক্ষতিগ্রস্ত হয়।
সর্বশেষ এই ট্রেন হামলা রাশিয়ার সামরিক লজিস্টিকস ও নিরাপত্তা কৌশলের ওপর ইউক্রেনের ধারাবাহিক চাপ প্রয়োগের আরেকটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াল।
সূত্র: এক্সপ্রেস ইউকে