১১০ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী আটক

Sadek Ali
আশিকুর রহমান,নরসিংদী
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাগামী বাসে তিন নারী মিলে ভারতীয় তৈরি ফেন্সিডিল বহন করছেন এমন খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদীর বেলাব থেকে বিপুল সংখ্যক ফেন্সিডিল সহ ওই তিন নারীকে আটক করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। 

আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোলাকান্দাইল গ্রামের মৃত মিজান মিয়ার স্ত্রী রীনা বেগম (৪০), একই জেলার রূপগঞ্জ থানার ভূলতা গ্রামের সবুজ মীরের মেয়ে মনিকা বেগম (৩৫) ও সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার থানার লক্ষীপুর গ্রামের উবায়দুল হকের মেয়ে রাশেদা আক্তার (৩৫)। এসময় তাদের কাছ থেকে দুই বস্তায় ১১০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি স্পেশাল টিম বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ডে ঢাকাগামী ইউনিক পরিবহন বাসে অভিযান চালিয়ে ওই তিন নারীর সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় সন্দেহজনক ২টি বস্তা উদ্ধার করা হয়। পরে ওই দুই বস্তায় ভিতর থেকে  ১১০টি ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলাব থানায় মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন