সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের অভিযোগে ৩টি নৌকাসহ ২ জেলে আটক

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মৎস্য শিকারের অভিযোগে ৩টি ডিঙ্গি নৌকা, ৩টি জাল ও ৬টি বৈঠা জব্দসহ ২ জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট টিম-১ এর সদস্যরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্ষমতা বদলালেও বদলায়নি সিটিজেন চার্টার: নেই কার্যকর মোবাইল-ইমেইল

এর আগে রবিবার পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) ও খুলনার কয়রা থানার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

আরও পড়ুন: আশুলিয়া এসিল্যান্ড অফিসে নিরাপত্তা প্রহরীর নিয়ন্ত্রণে দাপ্তরিক কাজ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত দোবেকি অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করে স্মার্ট টিম। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।