শেরপুরে একাই দাঁড়িয়ে আছে ব্রিজ, জনদুর্ভোগ চরমে

Sanchoy Biswas
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায় নির্মিত ব্রিজটি এখন এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না মানুষ। প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন এলাকার হাজারো মানুষ। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলে তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় গ্রামে নির্মাণ হওয়া ব্রিজটির পূর্ব পাশে রয়েছে একটি আলীম মাদ্রাসা, যেখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। সংযোগ সড়ক না থাকায় তাদের চলাচলে চরম সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: অপরাধ জগতের সম্রাট এসআই মিজানুর রহমান প্রবাসীর স্ত্রীকে দিয়ে মামলা বাণিজ্য

মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, "এতো উঁচু ব্রিজে আমরা উঠতে পারি না, ফলে অনেকখানি রাস্তা ঘুরে আমাদের মাদ্রাসায় যেতে হয়। এতে সময় নষ্ট হয়, এমনকি অনেক সময় ক্লাস মিস হয়ে যায় আমাদের।"

অন্যদিকে, ব্রিজটির পশ্চিম পাশে রয়েছে এলাকার একমাত্র বাজার। ফলে বাজারে যাওয়া-আসা দুস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। জরুরি অবস্থায় রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়ছেন এলাকাবাসী।

আরও পড়ুন: নরসিংদীতে টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা জাহাঙ্গীর ইসলাম জানান, "ব্রিজ নির্মাণ হয়েছে অনেকদিন আগে, কিন্তু রাস্তা না হওয়ায় এই ব্রিজ আমাদের কোন কাজে আসছে না। বাজারে যেতে হলে অনেক ঘুরতে হয়। অসুস্থ মানুষদের সময়মতো হাসপাতালে নিতে পারি না।"

এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন বলেন, "ব্রিজটি নির্মাণ হলেও সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছি।"