বিয়ের তারিখ ঘোষণা করলেন রোনালদো-জর্জিনা
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। চলতি বছরের আগস্টে আংটি দিয়ে জর্জিনাকে প্রস্তাব দেন রোনালদো। তবে আনুষ্ঠানিকতার ব্যাপারে অপেক্ষায় ছিলেন দুজনই।
আরও পড়ুন: আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি
পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই জুটি। মাদেইরা দ্বীপের ফুনচাল ক্যাথেড্রালে খ্রিষ্টধর্মীয় রীতিতে সম্পন্ন হবে মূল বিয়ের অনুষ্ঠান। বিশ্বকাপ শেষে আয়োজন হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিয়ের পর অভ্যর্থনা পর্ব অনুষ্ঠিত হবে মাদেইরার একটি বিলাসবহুল হোটেলে।
আরও পড়ুন: বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, নিলাম ৩০ নভেম্বর
ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য কিনেছেন দৃষ্টিনন্দন হীরকখচিত আংটি, যার মূল্য প্রায় ১৫ লাখ পাউন্ড।
রোনালদো-জর্জিনার পথচলা শুরু হয় ৯ বছরের বেশি সময় আগে। ইতোমধ্যে পাঁচ সন্তানের জনক-জননী হয়েছেন তারা। বিয়ের প্রস্তাব পেয়ে জর্জিনা বলেছিলেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।”





